
সাহিত্যে ওয়ার্ল্ড প্রাইজ ‘গোল্ডেন ঈগল-২০২১’ পেলেন কবি কামরুল ইসলাম
প্রতিকথা ডেস্ক : কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ছোটগল্পকার কামরুল ইসলাম সাহিত্যে হিস্প্যানিক ওয়ার্ল্ড রাইটার্স ইউনিয়ন প্রাইজ “দ্য গোল্ডেন ঈগল-২০২১” (এগুইলা ডি অরো-২০২১) লাভ করেছেন। ইউনিয়ন হিস্পানোমানডিয়াল ডি এসক্রিটোরেস- ইউ এইচ ই (হিস্পানিক ওয়ার্ল্ড রাইটার্স ইউনিয়ন)-এর ২৯তম প্রতিষ্ঠাবর্ষে পৃথিবীর ৫টি মহাদেশে ১৬টি ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখেছেন, তাঁদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। গত ১৬ জুন ২০২১, এই পুরস্কার ঘোষণা করেন ইউ এইচ ই -এর প্রতিষ্ঠাতা সভাপতি, এস্পানিওল জগতের খ্যাতিমান কবি ও ঔপন্যাসিক কার্লোস হুগো গ্যারিডো চালেন। সাথে ছিলেন ইউ এইচ ই- এর সেক্রেটারি জেনারেল ওয়াল্টার ম্যাটিয়া। পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড যাচাই-বাচাই করে এই পুরস্কারের জন্য সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, মানবসেবাসহ ১৬টি ক্ষেত্রে বিশিষ্টজনদের নির্বাচিত করেন। লিটারেচার ক্যাটেগরিতে- ৫ মহাদেশের ১৭ জন কবিকে এই পুরস্কার দেওয়া হয়। কবি হিসেবে এধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বড় আনন্দের ও সম্মানের।
পৃথিবীর নানা দেশের পোয়েট্রি প্লাটফর্ম ও অ্যান্থলজিতে প্রকাশিত কামরুল ইসলামের ইংরেজিতে লেখা কবিতা সমাদৃত ও বস্তুনিষ্টগভাবে মূল্যায়িত হয়েছে বিশিষ্ট কবি ও সমালোচকদের কাছে। উল্লেখ্য, বিশ্বসাহিত্যে অবদানের জন্য হিস্প্যানিক ওয়ার্ল্ড রাইটার্স ইউনিয়ন গত বছর তাঁকে আন্তর্জাতিক পুরস্কার ‘সিজার ভ্যালিজো-২০২০’ প্রদান করেন। ২০২০ সালের ১৫ আগস্ট তিনি গুজরাট সাহিত্য একাডেমি ও মোটিভেনাল স্ট্রিপস কর্তৃক ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস সম্মাননা লাভ করেন। ওই বছরেই নাইজেরিয়ার লেখক সংঘ ‘ইঙ্ক উইথ ম্যাজিক’ কর্তৃক নাইজেরিয়ার স্বাধীনতা দিবস সম্মাননা লাভ করেন। উল্লেখ্য, সারা পৃথিবীর ৪০ জন কবিকে সেবার এই সম্মাননা দেওয়া হয়। ‘ইউনিয়ন অব পোয়েটস ফর পিস অ্যান্ড ফ্রিডম’ (হেড অফিস ইতালি)-এর প্রেসিডেন্ট গার্ডা গার্সিয়া হার্নান্ডেজ (কিউবা) তাঁকে ২০২১ সালের জন্য বাংলাদেশে অনারারি কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছেন। ‘দ্য হ্যাভেন ইন্টার্ন্যাশনাল’ (ভারত, পৃথিবীতে যার ৫টি শাখা রয়েছে) বিশ্বকবিতা প্রতিযোগিতার আয়োজন করলে তাঁর কবিতা ‘দ্য ল্যাংগুয়েজ অব সাইলেন্স’ ফার্স্ট রানার-আপ হয় এবং এই কবিতাটি পৃথিবীর প্রধান ৩৯টি ভাষায় অনূদিত হয়েছে। তার অনেক কবিতা স্প্যানিশ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, রোমানিয়ান, হিন্দি, অ্যারাবিক, পর্তুগিজ, গুজরাটি, আসামিজ, কাজিক, নেপালিজ, ভুটানিজসহ আরো অনেক ভাষায় অনূদিত হয়েছে। ভুটান (ওয়ার্ল্ড লিটরেচারি ফোরাম ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস) থেকে তিনি ‘প্রয়েস ইন লিটারেচার’ সম্মাননা লাভ করেন ২০২০ সালে। এছাড়াও পৃথিবীর নানা দেশের কবিতা প্লাটফর্ম ও সংস্থা থেকে অনেক সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন।
তিনি একজন দ্বি-ভাষিক কবি। দেশে-বিদেশের পত্র-পত্রিকায় বাংলার পাশাপাশি তার অনেক ইংরেজি কবিতাও প্রকাশিত হয়ে আসছে। কামরুল ইসলামের জন্ম কুষ্টিয়ার ফিলিপনগর গ্রামের গোলাবাড়ি পাড়ায়। তিনি মূলত সরকারি কলেজের ইংরেজির অধ্যাপক। বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে পরিচালক পদে কর্মরত আছেন। ১২টি কাব্যগ্রন্থ (নির্বাচিত কবিতাসহ) চারটি প্রবন্ধের বই, একটি ছোটগল্পের বই এবং একটি সম্পাদিত ইংরেজি কবিতার সংকলন ‘গ্রিন ফগস’ (২০১৭), এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে তাঁর বিশেষ গবেষরমূলক প্রবন্ধগ্রন্থ “রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। বিশ্বসাহিত্যের অঙ্গনে তাঁর এই সৃষ্টিশীল বলিষ্ঠ পদচারণা ও আন্তর্জাতিক পুরস্কার লাভ বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমরা তাঁর আরো আরো সাফল্য কামনা করি ও কবিকে আন্তরিক অভিনন্দন জানাই।