
লু হাওয়ার বিপরীতে
369 বার পঠিত
ধ্বংসস্তুপ
একটি ধ্বংসস্তুপ ভূপৃষ্ঠের পাটাতনে
ভেঙে পড়া কার্নিশে ঝুলছে মৃতকাক
দুটো কাক সেটাকে ঠুকরে খায়!
ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে
ভেতর থেকে ফিরে আসে নেউল এক
এ সময় একটি ইঁদুর গর্তে লুকায়
এ-দৃশ্য দেখে হাই তোলে বুনো পিগ
ওদিকে অশ্বত্থের অন্ধকারে অপেক্ষমাণ
অসংখ্য শকুন তখন
মৃত মানুষের গন্ধ খোঁজে।
শাপলা বিল
লাল শাপলায় ভরা
বিস্তীর্ণ বিল
মায়াবী শীতল
মোহাবিষ্ট আমার
কৈশোরের ভেলা
ভেসে যায় অজান্তে
বৃষ্টি নামে শ্রাবণের
তুমুল বৃষ্টিতে ভিজি
আর অপার্থিব এক
বাগান সৌন্দর্যের দিকে
মন্ত্রমুগ্ধ
ভেসে যেতে যাই-
ঠিক তখনি
জলের ভেতর হতে
হঠাৎ হাজির হয়
অ্যানাকন্ডা এক।
লু হাওয়ার বিপরীতে
লু বাতাস ধেয়ে আসে বেগে
তারপর ধূলিঝড়
সে এসবের বিপরীতে দৌড়য়
বুকের ভিতর সংরক্ষিত সবুজ
মরুভূমির লু হাওয়া আর
ধূলিঝড় অতিক্রম করে অবশেষে
বৃষ্টিস্নাত এক কাশবাগানে মিশে যায়।
সাকি ও সুরা
স্বর্গের দুয়ারে দাঁড়ায়ে রাধিকা
নক্ষত্রনয়ন পেয়ালায় নিয়ে খুনের শরাব!