
ভয়েজার ১, ২…
ছেঁড়ে যাচ্ছি, অস্ত উদয়ের গোল
বায়ুমণ্ডল জুড়ে সিসা
ডামাডোল দূষণের
প্রহস মণ্ডলে মানুষের এই
স্বভাব চাষাবাদ,
প্রাত্যহিক ক্ষুধা-অভাবে
কাতর সিনেমায়
বিনোদন কর্মীর উপার্জন,
হত্যা-গুম-ধর্ষণের বিনিময়
সংবাদের দোকানে
বাড়বাড়ন্ত ব্যবসা-মুনাফা,
রাষ্ট্রের চোরাকারবারি, ছেঁড়ে যাচ্ছি
পুঁজিবাদে বিক্রিত সমাজতন্ত্র
লাশের দালালিমগ্ন
মার্ক্স-লেলিন-মাও সেনানী
সাম্যবাদ বিজ্ঞাপনে
পাইকারি বাজারের ধান্দাল
নোট গোনে
ক্ষমতার ছায়াতলে
চাটুরত ফড়িয়া-দালাল,
ধর্মের বাণিজ্য ইমারতে হাকডাক
মুনাফা মাইকে
আওয়াজ তোলা ভণ্ডবাগিশ
শোষণে জর্জর নিরীহ
গর্ধবের সমাজ বিজ্ঞান,
লোলেঝোলে
স্যাঁতসেঁতে আবাসন আবর্জনা,
বাসনের ঝনঝন,
বিছানার খ্যাটখ্যাট বৎসা
আলামতে রতিক্ষোভ, ছেঁড়ে যাচ্ছি
ব্যাধিশোক-জ্বরামারি বেচা
হাসপাতালের নোংরা
বারান্দায় দুস্থ
চিকিৎসার খোলা কারবার,
খেলাপি খাতিরে অবিরত
ব্যাংকের অসহায়
নাগতিক সারিবদ্ধ দায়,
বেকার যৌবনে
রাজনীতি আবন্ধনে
পাছাতোলা চাকরের অভিনয়,
খোড়াখুড়ি শহরের বহুজাতিক
বাতিকগ্রস্থ কর্তৃপক্ষের
তুঘলকি আয়োজনে
ঘটঘট দিনরাত
ঝকমকে আলোক সজ্জা,
নির্মাণের নাটকে
রঙমিস্ত্রির বিড়ির ধোঁয়ায়
অন্ধকার গণচোখ
আসমানী আল্পনায় আঁকা
শখের গোয়াল ঘর, ছেঁড়ে যাচ্ছি
নদীর সাহ্নিধ্য, জলে ঢেউয়ে
খলবল সাঁতারের
পালতোলা কিশোরের
স্বপ্ন পারাবার, ঐক্যতান
পাখিগীত, অরণ্যে
গুল্মলতার ফাঁকে টুনটুনি
প্রাণে প্রকম্পিত
বেঁচে থাকার গুপ্ত শিহরণ,
মাঠঘাটবনানীর খোলা প্রান্তরে
গাছের শাখায় দোলা
বাতাসের সুজলা সঙ্গীতে
ভেসে আসা সুর,
পড়শির আদরমাখা
লোকমার সুস্বাদু স্মৃতিপটে
ভাটিয়ালি স্রোতটানে
বয়ে চলা পাললিক জীবনের
সারল্য খামার,
জিয়ল মাছের টুপটাপ
শব্দের রাতে তারাগোনা
উঠোনে শীতলপাটি, ছেঁড়ে যাচ্ছি
ভূগোলের কাঁটাকম্পাস বিজ্ঞানে
কাঁটাতারের কারিশমায়
বিভেদ তন্ত্রের
বিচ্ছেদ বদ্বীপে উপদ্রুত
গণক্রন্দন আওয়াজে
তব্দা বাতাসের
গতিবিধি মাপা যন্ত্র জিজ্ঞাসায়
সাগরের উত্তাল নীল
মিশে গিয়ে আকাশের গায়
বেতার চন্দ্রিমা জ্বেলে
ঝাউবনে মাতোয়ারা
নোনাগন্ধী অবকাশ, ছেঁড়ে যাচ্ছি
জান্তব ব্যবহারে ক্লিষ্ট বায়ুমণ্ডলে
ধুলিঝড়-মরুতাপ
বরফের দেশকালসীমা,
অতিক্রান্ত রিকশায়
মুহূর্ত রূপসীর মৃদু হাসির রেখা
লেপ্টে ভ্যান গগের
ক্যানভাসে জেগে ওঠা
সন্ধ্যার মোহিনী আবছায়া চিত্র,
ছেঁড়ে যাচ্ছি সৌররশ্মি প্রেম
বুকে নিয়ে ঢিপঢিপ
বেথোভেন, মেসিগোল,
ভাষা-পূজা-পার্বণ-ভালোবাসা,
পেরিয়ে গ্রহ-ছায়াপথ
ক্রমগামী মহাজাগতিক
কণার উৎসবে- চিত্রকল্প,
মায়ের আঁচলে বাঁধা মায়া,
শরীরে জন্মদাগ,
পৃথিবীর ডাকনাম ছেঁড়ে যাচ্ছি।