
ব্যাঙের লেজ
101 বার পঠিত
ব্যাঙের লেজ
ছোট্টবেলায় ব্যাঙাচিটার
লম্বা একটা লেজ ছিল
লেজ নাড়িয়ে কাটতো সাঁতার
সাঁতারেতে তেজ ছিল।
বড় হতেই লেজটা উধাও
নাম হলো তার ব্যাঙ
লাফালাফি দাপাদাপি
ডাকত ঘ্যাঙর ঘ্যাং।
বয়ঃসন্ধির ঝড়ে
লেজটা খসে পড়ে।
মাকে ভালোবাসি
জোছনা রাতে
চাঁদের হাসি
রাখাল বাজায়
বাঁশের বাঁশি।
মায়ের হাসি
হয় না বাসি
মা তোমাকে
ভালোবাসি।
টায়রা মাথায় পায়রা
মাথায় রুপোর টায়রা
নীল আকাশে
পাখনা মেলে
উড়ছে দামাল পায়রা।
বাঁধন ছিঁড়ে
যাচ্ছে উড়ে
যাচ্ছে সুদূর
আকাশ ফুঁড়ে।
প্রজাপতি
রঙচটা পাখা নিয়ে
প্রজাপতি
ওড়ে ওই
খোকা খুকু নাচে গায়
করে সবে
হইচই।
বৈশাখ হাসে
পাখি ডাকে
ফুল শাখে
মধু জমে
মৌচাকে।
বসন্ত চলে যায়
গ্রীষ্ম সে আসে
নতুন বছর পেয়ে
বৈশাখ হাসে।
টেকোর চুল
টেকোর মাথায়
তিনটা চুল
গুনে খুকু
পায় না কুল
উড়িয়ে নিল
দুইটা ঝড়ে
একটা কেবল
নড়েচড়ে।