
বোধিবৃক্ষ সমাচার
অজুহাত
জানালায় উঁকি দেয় তোমার হাসির
মতো রোদ। তুলে নেবো আমি একদিন
রুদ্র বৈশাখে পড়ন্ত বিকেলের শোধ।
খোঁপা খুলে হয়েছিলে তুমিও অবোধ!
সপ্তডিঙা বেয়ে যায় চাঁদ সদাগর
বানের বেহুঁশ জল খায় লক্ষীন্দর।
বেহুলার ভেলা ভাসে উথাল পাথাল
যৌবন সঁপেছি যারে সে করে নাকাল!
নাড়িতে নারীর টান না যায় তফাৎ
রাধিকার দোষ নাই শ্যামের বরাত!
কে কারে নড়ায় কিংবা কে নাড়ায় সুতা
গণিত মেলানো আছে তুমি খুঁজো ছুতা!
২৫. ০৫. ২০২১
পঞ্চমী
ইচ্ছে করে ভালোবাসা বলি
ভেসে যাই সরব সরোবরে
মুখরিত স্পর্শের অনাবিল ঢেউয়ে…
যেহেতু নদী জল এবং অন্তরীক্ষ বাতাসশূন্য
তাই নিজেকে লোহার সিন্দুকে তালাবদ্ধ রাখি…
২৬. ০৫. ২০২১
দ্বিধা
আমাকে আমার হয় না চেনা
যতই তাকাই ফিরে।
ফেলতে যতই চাই না দ্বিধা
ততই থাকে ঘিরে!
০৪. ০৬. ২০২১
বোধিবৃক্ষ সমাচার
চোখ চোখের ভেতরে আগুন
জ্বল জ্বল করে জ্বলে।
জল জলের ভেতরে জমিন
থরো থরো কথা বলে।
আরো কিছু আছে
বোধিবৃক্ষ জানে
বৃষ্টিও আগুন হয়
আমলকি আগুনের আঁচে…
১৪. ০৭. ২০২১
লজ্জা
দগদগে আগুনে পোড়া লাল
কাস্তের মতো টকটকে ঠোঁট
অপরূপ সজ্জা!
এই ঠোঁট এক দিন
কেড়েছিলো লজ্জা…
১৪. ০৭. ২০২১