
বৈসাদৃশ্যের অন্তরালে
দৃষ্টির ভেতর বাহির
তবুও আমি সত্যের দেখা পাই
পৃথিবী ভরা মিথ্যের বেসাতি যখন তোমাদের লজ্জিত করে
আমি শুধু ফুলের কুড়ি দেখি।
অমাবস্যার জঞ্জাল শংকিত করে তোলে সমুদ্র স্রোত
পূবালী বাতাস গতি হারিয়ে তাই
আঁধারের গুহায় নেয় আশ্রয়।
জোনাকির ভীরু আলো ইতিউতি ঘোরে
বৃষ্টিমুখর সন্ধ্যার আঁধার তাতে দূর হয় না
অন্যমনস্ক পথিকের শুধু একটু সাহস যোগায়।
নক্ষত্রের দল আসে নেবে পৃথিবীর বুকে
শরতের নীল আকাশে সাদা মেঘ ভাসে
শান্তির পায়রা নেয় শ্বাস মুক্ত বাতাসে ।
আঁধার
সূর্য চন্দ্রের অসীম আলোকরাশি
তার সাথে শ’য়ে শ’য়ে বৈদ্যুতিক বাল্বের
দাম্ভিক অবস্থান, আলোর ছটায়
ভেসে যায় সবই!
তবুও অমানিশার আঁধারে ডুবে যায়
ধরণী বারংবার!
কি এক অদ্ভূত হিংস্রতায় মেতে ওঠে মানুষ
আলো নেভানোর প্রতিযোগিতায়;
ভাঙ্গে মন্দির, গীর্জা,
আরো সব প্রার্থনার স্থান যত,
জড়িয়ে পড়ি অক্লেশে নির্দ্বিধায়;
তুমি, আমি–
সবাই।
যেন অন্য শিহরণে কেঁপে কেঁপে উঠি
শতবার, নক্ষত্রের সব
পঙক্তিমালা যাই ভুলে,
করি চূর্ণ-
মানুষ হবার যত অহংকার!
ভ্রান্তি বিলাস
কী এক ভ্রান্তিকর মোহময়তায়
পড়ছি জড়িয়ে সারাক্ষণ! নিক্তির
ওজন দেয়া স্বর্ণখণ্ডেরর মতোই;
যেখানে খাদের পরিমাণ বাড়িয়েই চলেছে
অচেনা সেই কারিগর!
ঝড়ো বাতাসে আকাশে উড়িয়ে দেয়া
লেজহীন ঘুড়ি যেন এক,
একা একাই গোত্তা খেয়ে চলেছি
নেচে অদৃশ্য কোনো হাতের
নাটাইয়ের টানে।
দিনগুলো সব রাতের রহস্যময়তায় থাকে ভরে,
আর রাত্রিগুলো হয় রৌদ্রবরণ!
মানুষকে দেবতা বলে করি ভুল;
অথচ দেবতারা কত সহজেই শয়তানের মতোন
দেয় ধোঁকা, আচমকা!
তাই তো সন্তর্পনে সেই ভুলের
দি-ই মাশুল!
এ এক নিদারুণ ভ্রান্তিময়তা আমার!
বেঁচে থেকেও ভাবি গেছি মরে;
কিংবা দৃশ্যপট থেকে সম্পূর্ণ ই
গেছি সরে।
-চিরতরে!
তাই বাঁচার এই প্রাণান্তকর চেষ্টাও
লাগে অবান্তর!
বৈসাদৃশ্যের অন্তরালে
তুমি যেমন চেয়েছিলে স্বর্ণালী ভোর
আমিও তেমন চেয়েছি শান্ত দুপুর,
ভোরের স্নিগ্ধতায় মুগ্ধ তুমি
কীভাবে বুঝবে
নীরব দুপুরের গভীরতা।
কচি দুর্বাঘাসে শিশিরের ফোঁটা
হীরের অভাব মেটায় সহসা,
সে হীরেতে তোমার হৃদয় জুড়ায় কি?
দুপুরের শান্ত পুকুর
তোমায় নিয়ে যেতে পারে
অনেক দূর!
প্রকৃতির নীরবতার মধ্যেই পেতে পার
শান্তি অপার।
মনোরম দৃশ্য আর নিজেকে নিয়ে
ভাববার সময়
প্রতিবার।
দেখেছ ভেবে?
আসলে মিষ্টি ভোর আর রোদেলা দুপুর
দুটোই নাড়িয়ে যায়
আমার অন্তঃপুর,
মনের ভেলায় যখন বেড়াই ভেসে
অমৃত সাগর।
অমাবস্যা নামলে মনের কোণে
আঁধার দেখি চারিদিকে
কাঁদি সঙ্গোপনে।