
বলে দেয়া যায়
খ্যাতির গ্রাম্যতা
আলোর ইশারা উসকে দেয় খ্যাতির গ্রাম্যতা…
যতটা ময়ূর তুমি ততটাই নিজের দর্পন
কিংবা
কৌশল ততটাই যতটা প্রকৌশল
পুঁজিময় পুঁজের-রক্তের এসবের মান্যতা নেই
চরম এষণা মাঝে কখনো বা ভুল ঢুকে পড়ে
ভুলেরও আনন্দ আছে শুদ্ধ হবে বলে
তুমি শুদ্ধচারী নও, তাই
ক্রিয়া প্রতিক্রিয়া আর অশুভ সময়
তোমার মুঠোয়
আলোর ইশারা তোমাকে এভাবেই গ্রাম্য করে ফেলে।
৭.২.২০২১
বলে দেয়া যায়
বলে দেয়া যায়
সবকিছু বলে দেয়া যায়
ঠিকঠাক বলে দিলে
এই তথ্য-প্রযুক্তির যুগে
মুহূর্তেই তড়িৎ প্রবাহ…
মুহূর্তেই আলোড়িত হয়ে
মুহূর্তেই অন্ধকার হয়।
অন্ধকারে তীব্র তীক্ষ্ণ তীর
ফিরে আসে স্বতঃসিদ্ধ হয়ে
মূর্খকে স্থুতি করে করে
বেলুন বানিয়েছে যারা
সহজেই ফুটো করা যায়
আকাশে উড়ছে বেশ রঙের বেলুন
ওই আকাশবিহারীকে ফুটো করবে বলে
তারকাটা নিয়ে এক বোকার হদ্দ
দাঁড়িয়ে রয়েছে….
৬.৯.২০২০
উৎসব উৎসব
শরতের কাশবন
আমাদের যৌবন
সেই সাথে শারদীয় উৎসব
ঢাকঢোল শব্দ
ভেঙে নিঃশব্দ
খুঁজে ফিরি হারানো শৈশব।
আলতির নৃত্যে
যেন পরাবৃত্তে
পেয়ে যাই শিশুতোষ বইসব।
শরতের কাশবন
উত্তাল যৌবন
উৎসব উৎসব উৎসব।
আপনি কোথায়!
‘একজন সত্যিকারের মানুষ
তিনি বিদ্যাসাগর—‘
লিখেছিলেন রমানাথ রায়।
সত্যিকারের মানুষ মানেই তো
ভালোমানুষ।
এই যে চারদিকে কোলাহল
এত যে মানুষ
বিদ্যাসাগর মহাশয়
এই ভীরে এই শতবর্ষে
আপনি কোথায়!