
প্রত্যহ প্রদাহ
প্রত্যহ প্রদাহ- ১
মর্মান্তিক বার্তাযম- অমোঘ আড়ালে
লুক্কায়িত যাবতীয়, জীবন্ত স্বরূপ
আকস্মিক চুরমার; অচীন উড়ালে
জলবিম্ব অনুভূতি নিলীনে নিশ্চুপ।
ঘাতক সংবাদ- মুহূর্ত মাতমে জব্দ
জমকালো দেহশ্বাস, লালিত আখ্যান
নিরাশ নিয়মে গুম; অপকৃতে স্তব্ধ
সরব সংবেদ রাগে ক্রূর অবসান।
সসেমিরা সমাচার- সহসা সন্ত্রাস
তছনছ পুঞ্জবেগ, হেচকা বিকট
শেলে গুঁড়িয়ে নিবাস, বুকের বাঁপাশ
মূহ্যমান গোরালাপে রোল দৃশ্যপট।
বর্ণমাত্র শিরোনাম- নিদয় নির্দেশ
বিভোর যাপক ভ্রমে টানে পরিশেষ।
প্রত্যহ প্রদাহ- ২
ভাবনা মোমের পাখা মন ইকারাস
শরীরি হাজতে বাঁধা পৃথিবী প্রবাস
আজব আসামী বেশ দৃশ্য ঝিরঝির
পায়চারি কারারক্ষী চীনের প্রাচীর
কাকাতুয়া কুশিলব মঞ্চ মাতোয়ারা
নির্বাসনে হৃদবেগ গায়েবি ইশারা
অভিমন্যু অন্বেষণ উজানে উড়াল
আসমানে ঘুঘু-ফাঁদ বায়বীয় জাল
সজারু সাঁজোয়া ত্রাণ বুক ধরফর
মনখুশি দরবারে নিষিদ্ধ নগর
আততায়ী পরিবেশ থতমত দম
কারচুপি কথাকল জ্যামিতি বিষম
খেয়ালের খেসারত পিরামিডে বাস
গিরগিটি গোলযোগ নিহত নিশ্বাস
প্রত্যহ প্রদাহ- ৩
সারাক্ষণ বসে শুনি ভেতরে বিধুর
ধ্বনিসুর, ঘুরে ফিরে ঘন ছায়াস্মৃতি
গোপন কপাটে কড়া নাড়ে, কুরমুর
তালে প্রাণে দগদগে চিনচিন গীতি।
হরিয়াল বনঘুঘু ধীরে কথা কয়,
অস্তাচলে ঘুমঘোরে নগর জীবন,
কেঁদে ওঠে নিচু স্বরে সতীর্থ সময়
অনিশ আসরে জমা জল্প আলাপন।
খুনসুটি অনুরাগ প্রণয় প্রবাহ
জেগে উঠে কল্পগল্পে গাঢ় করে শ্বাস,
মুঠোফোন প্রতিধ্বনি জ্বালিয়ে প্রদাহ
দাউ দাউ দাবানলে বেদনার চাষ।
লালিত পুরনো ক্ষত অবিরাম বাজে
অনড় অতীত গান হৃদয়ের মাঝে।
প্রত্যহ প্রদাহ- ৪
হঠাৎ থমকে গেছে, দুড়ুম দুনিয়া
পড়িমরি থরথর- কল কোলাহল
বেঘোর বিপাকে ঘরে, দায়ে দেউলিয়া
মানবিক মনোরথ ত্রাসে টলোমল।
বিষম ব্যাধের ঘাত, শকট সময়
পথে ডাকে অবরোধ- বিরোধী বাতাস
কূটচালে কাবু গতি লিপ্সু লোকালয়,
আদিকাল উপকথা পিছু গুহাবাস।
স্থগিত জগতযজ্ঞ, স্তম্ভিত জনতা
দৃশ্যে ভীষণ ভাঙন- মনে অবিশ্বাস
রুদ্ধ দুয়ার অপেক্ষা, মানব ক্ষমতা
নটঘট নাজেহাল দময়িতা দাস।
হতভম্ব জাতি-ধর্ম, আচার-বিচার
বিযোগ বিবেকে যোগ-সূত্র দরকার।
প্রত্যহ প্রদাহ- ৫
রাত কাটে অকাতর ছন্দের অভাব
চোখ জুড়ে মহামারী নিঘুম স্বভাব
অচেনা অজানা লাগে দিন-ক্ষণ-মাস
নিরালা নিথর সভা মারী পরিপাশ
ঘরে ঘরে করজোড়ে জীবাণু জিকির
দিশেহারা দুরুদুরু করুণা ফিকির
আতঙ্ক আটক দশা স্তব্ধ বিশ্বগ্রাম
থরথরে গণমন ভীত পরিণাম
নিরুপায় নাগরিক গৃহ কারাগার
বাহানা বালাই খেলা বিনা প্রতিকার
বিমূঢ় অবাক কাল আপদে বিরাণ
চুরমার বোঝা-জ্ঞান শূন্য পরিত্রাণ
আহাজারি বুক ফাটে লাশে উন্নয়ন
মরণ মাতমে বায়ু বিষে বিশ্বায়ন