
প্রকাশ হল মাহমুদুল হক রচনাবলি দ্বিতীয় খণ্ড
প্রতিকথা ডেস্ক : মাহমুদুল হক রচনাবলি দ্বিতীয় খণ্ড প্রকাশ হল বাংলা একাডেমি থেকে।
আবু হেনা মোস্তফা এনামের সম্পাদনায় তিন খণ্ডে প্রকাশ হবে মাহমুদুল হকের রচনাবলি। এর আগে প্রথম খণ্ড প্রকাশ হয়েছে সেপ্টেম্বর ২০২০-এ।
মাহমুদুল হক কেবল সমকালীন নয়, ভবিষ্যতের পাঠকের জন্যও আশ্চর্য এক জগৎ। ৯টি উপন্যাস এবং কিছু গল্প লিখেই বাংলা কথাসাহিত্যে স্মরণীয় হয়ে আছেন তিনি। বাংলা সাহিত্যে তিনি সৃষ্টি করেছেন স্বতন্ত্র স্বর। মাহমুদুল হক লিখেছেন খুব অল্প, তবে তাঁর কথাসাহিত্য ভাষা ও শৈলীর এক অনন্য দৃষ্টান্ত।
মাহমুদুল হক, তাঁর শিল্পশৈলী নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এ সময়ের গুরুত্বপূর্ণ কথাশিল্পী আবু হেনা মোস্তফা এনাম।

এ বছরই প্রকাশ হয়েছে মাহমুদুল হকের সৃষ্টিবিশ্ব সম্পর্কে আবু হেনা মোস্তফা এনামের সমালোচনাগ্রন্থ ‘মাহমুদুল হক : সৃষ্টি ও শিল্প’। এ বইটি আধুনিক শিল্পকলার বিভিন্ন তত্ত্বের আলোকে রচিত ১১টি প্রবন্ধের সংকলন। মাহমুদুল হককে নিয়ে এর আগে এমন বিস্তৃত কাজ হয়নি। এটি তাত্ত্বিক পর্যালোচনাসম্পন্ন পূর্ণাঙ্গ গ্রন্থ। প্রবন্ধগুলো ভিন্নতর দৃষ্টিতে ঔপন্যাসিকের শিল্পসত্তা আবিষ্ক্রিয়ার দিকনির্দেশনাও বটে।