
প্রকাশিত হল চঞ্চল আশরাফের কবিতাসংগ্রহ
প্রতিকথা ডেস্ক : চঞ্চল আশরাফের কবিতাসংগ্রহ বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল। চঞ্চল আশরাফ বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক। বহুমুখী প্রতিভার অধিকারী। সমালোচনা-সাহিত্যে তাঁর প্রখর বুদ্ধিদীপ্ত, নির্মোহ অবস্থান তাঁকে দিয়েছে ভিন্ন মাত্রায় সুখ্যাতি। কথাসাহিত্যেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ কাজ। তবে সবকিছু ছাপিয়ে প্রধানত তিনি কবি।
সমারূঢ় প্রকাশনা থেকে প্রকাশিত কবিতাসংগ্রহ বইয়ের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য-৩৩০ টাকা। এটি প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালে।
কবি চঞ্চল আশরাফের কবিতার বই মোট পাঁচটি। চোখ নেই দৃশ্য নেই (১৯৯৩), অসমাপ্ত শিরদাঁড়া (১৯৯৬), ও-মুদ্রা রহস্যে মেশে (২০০২), গোপনতাকামী আগুনের প্রকাশ্য রেখাগুলো (২০০৮), খুব গান হলো, চলো (২০১৩)। বাছাই করা কবিতা নিয়ে প্রকাশিত হল কবিতাসংগ্রহ।
তাঁর অন্যান্য বই হল, উপন্যাস- কোনো এক গহ্বর থেকে (১৯৯৭), যে মৎস্যনারী (২০১১)। গল্পগ্রন্থ- শূন্যতার বিরুদ্ধে মানুষের জয়ধ্বনি (১৯৯৯), সেই স্বপ্ন, যেখানে মানুষের মৃত্যু ঘটে (২০০৭), কোথাও না অথচ সবখানে (২০১৩)। স্মৃতিগ্রন্থ- আমার হুমায়ুন আজাদ (২০১০)। প্রবন্ধগ্রন্থ- কবিতার সৌন্দর্য ও অন্যান্য বিবেচনা (২০১১)।