
পালাবদলের গল্প
ছোঁয়াছুঁয়ি
১.
মাঠে টোনাটুনি খেলছে।
কানামাছি ভোঁ ভোঁ, যারে পাবি তারে ছোঁ…
ছুঁয়েও দিলো।
ব্যস, আর ঠেকায় কে!
এখন-যারে ছুঁবি তারই হবে। হো হো হো…
২.
সবুজের ডান হাতে কমলা, বাম হাতে নীল
নীলের বাম হাতে হলুদ, ডান হাতে টিয়া
টিয়ার ডান হাতে দোয়েল, বাম হাতে ময়না;
এভাবেই বড় হচ্ছে-শিকল…
৩.
বুকের পাটা কত বড়!
দ্যাখ দ্যাখ-কুমির তোর জলে নেমেছি…
পালাবদলের গল্প
এই সেই মালা-ফুলে ফুলে গাঁথা,
প্রজন্ম-প্রজন্মের প্রচলিত প্রথা…
বদলে দেয় সব-ক্ষণিকে!
প্রীতি-রীতি,
আশা-ভাষা,
নাম-ধাম!
পরম্পরায় মাতে সবাই বদলের মহোৎসবে।
আসলে-মালাবদলের মধ্যেই পালাবদল।
মুখোশ
বুকপকেটে একটা রুমাল ছিল,
তার ভাঁজ এখনও আছে।
কিছু স্বপ্ন চোখে রেখেই ঘুমিয়েছি,
এখনও স্বপ্ন ঘুমিয়েই আছে।
কিছু কথা মুখে রেখে চায়ে চুমুক দিয়েছি,
স্বাদ ঠিকই আছে।
কয়েকটা ঔষধ ব্যথার সঙ্গে ঘুরঘুর করছে,
তবুও কিছু হয়নি।
আর যে কয়েকটা মুখ সৌহার্দ্য ছায়ায় সুদৃঢ় হলো,
দেখি-সবগুলো মুখোশ হয়ে গেছে।
প্রারব্ধ
শ্রাবণের কৃষ্ণচতুর্থীতে―প্রকৃতির গর্ভ ছেড়ে কেঁদে ওঠে একটি অঙ্কুর।
এরপর-পেরিয়ে গেছে দেড়কুড়ি ফাগুন।
এখন, শ্রাবণ এলেই অঙ্কুর ফুঁপিয়ে ফুঁপিয়ে ভিজাতে থাকে দুই চোখ।
পৃথ্বীর পাট চুকিয়ে চলে গেছে প্রকৃতি-শ্রাবণের সেই কৃষ্ণচতুর্থীতে…
পরিবার
কেউ একজন
আমার খেলনা ভেঙে দেয়, বল লুকিয়ে রাখে।
আমি যখনই পড়ে যাই-আমাকে তুলে ধরে সর্বদা।
কেউ একজন
আমার সাথে হাঁটে, আমার আঙুলি ধরে রাখে।
বিষয়গুলি যখন ভালো লাগে না-আমাকে বুঝতে শেখায়।
কেউ একজন
সবসময় খারাপের বিরুদ্ধে আমার পাশে থাকে।
বিশ্বাসীরা বলে-আমি কেবলই তার জন্যই সঠিক আছি।
কেউ একজন
আমার প্রতিক্রিয়া দেখার জন্য মজাদার কিছু করে।
বলতে চাই-তোমাকে ভালোবাসি; এটিই চিরন্তন সত্য।