
দুটি অণুগল্প
169 বার পঠিত
জলাশয়
একটা জলাশয়কে ভালোবেসেছিলাম। সকাল-দুপুর-বিকেল তার সাথে কাটাতাম। সে খুব সবুজ ছিল। তার বুকে তালের শাঁসের মতো স্বচ্ছ জল ছিল। সে জলে গা ভেজাতাম, ডুব সাতাঁরে খেলা করতাম।
একদিন সে জলাশয় মরে গেল। তার বুক থেকে স্বচ্ছ জল শুষে নিয়ে সেখানে মাটিচাপা দেওয়া হলো। এখন সে মরে গিয়ে ছবি হয়ে ফ্রেমে আটকে থাকে। আর আমার চারপাশে ঘুরে ঘুরে বেড়ায়।
রেলগাড়ি
রেললাইনে কান পেতে আছি। ট্রেনের শব্দ শুনি। ট্রেন আসছে। কান সরিয়ে দৌড়ে নেমে পড়ি নিচু মাঠে। তারপর একটু দূর থেকে দেখি। যেন রূপকথা রাজ্যের দৈত্য নেমে এসেছে মাটিতে।
আচমকা ট্রেন থেমে যায়। গতি এমনভাবে থামায় মনে হয় ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছে। তার শরীর থেকে বেরিয়ে পড়ছে ক্ষুদে সব প্রাণিরা।
ট্রেন চলে যায়। আবার রেললাইনে যাই। পাথর নিয়ে আসি। এলেনাবেলেনা খেলায় মত্ত হই। খেলতে খেলতে শৈশব হারাই।