
জড়তার কল্পবিলাস
সম্পর্ক
একটি
সম্পর্কের
হিসেব
মেলানো
কি
এতই
সহজ?
সহজ ভাবলে সহজ,
কিন্তু
কঠিন ভাবলে
হিরক খণ্ডের চেয়েও কঠিন!
সম্পর্ক হয় অনেক সময়
মেকআপে ঢাকা…
সৌন্দর্য ধুয়ে গেলে হয় আরও সুন্দর
নতুবা পায় পরিচ্ছন্ন প্রকৃত রূপ!
সম্পর্ক হয়ে যায় কখনও কখনও
একটি মাস্ক আর চশমার মেলবন্ধন।
দূর থেকে মনে হয় ঠিকই আছে,
যার চোখ, সেই বোঝে ঝাপসা দৃষ্টির অভিশাপ।
সম্পর্ক খেলে লুকোচুরি খেলা
পর্দার আড়ালে লুকোলেও পায়ের
অংশ ধরা পড়ে যায়।
কেউ আনন্দ পায় ধরতে পেরে,
কেউ আনন্দ পায় ধরা পড়ে।
সম্পর্কের চিত্রকলা বেশ রহস্যময়
জলরঙ, তেলরঙ অথবা পেন্সিল স্কেচেও আঁকা যায়।
সমালোচকের বিশ্লেষণে খ্যাতি-অখ্যাতি মেলে,
তবুও শেষ হাসি হাসে চিত্রকর!
সাজানো দেয়ালে
সমুদ্রকে বিদায় জানানো
মৎস্য অবাক দাঁড়িয়ে থাকে
জাহাজের বিশালত্বে।
নদীর সম্মুখের স্থবিরতায়
ভুলে যায় সমুদ্রের বিশালতা
অথবা সমুদ্রের গভীরতা।
ঠিক একইভাবে একাকী চাঁদ
একদৃষ্টে পৃথিবীর মোহে ঘুরতে থাকে
অসীম মহাশূন্যের বিমুগ্ধতাকে পেছনে ফেলে
নিজের ছোট্ট সম্রাজ্যকে
নিজ হাতে সাজিয়ে নেয়।
প্রাণ বাঁচাতে
প্রাণ সাজাতে
ছোট্ট ট্রলার নিয়ে ছুটে চলে
জীবন মাঝিরা,
কিংকর্তব্যবিমূঢ় মাছেদের পাশ কাটিয়ে
আরও গভীরতায় ধেয়ে আসা
ঝড়ের আশংকাকে তুচ্ছ করে।
ফিরে আসে প্রাণের মাঝে
কখনও প্রাণ হয়ে
কখনও প্রাণহীন দেহে।
প্রেম আর অপ্রেমের বিরহ
তাই বিরাটাকার ছবি হয়ে
ফ্রেম হয়ে টিকে থাকে
গৃহস্থের সাজানো দেয়ালে।
স্বহস্তে পুনর্মুদ্রণ
এবং
সমাপ্ত ইতিহাসে খোদাই করা উজির নাজিরদের আখ্যান!
স্বহস্তে পুনর্মুদ্রণ করি
বার্ষিকগতির বার্ষিকীতে।
ক্ষণজন্মা কাপুরুষের তাতে
নেই ক্ষতি।
প্রতি পৃষ্ঠার মাতৃহারা শাবকের কান্না
শুনে ইচ্ছে করে চাবুকের আঘাতে
জর্জরিত করি নির্মল, কোমল
অথচ
অন্তঃসারশুন্য অন্তরাত্মাকে।
ছোট্ট মিথ
রামেরও যদি হয়,
লোক নিন্দার ভয়!
কি লাভ তবে বনবাসে?
রাবণ-কুম্ভের লঙ্কা জয়ে
সীতার কি যায় আসে?
বিশ্বাসের আগুনে জ্বলতে থাকা
অতিমানবিক ভাবনা,
ঠ্যালা সামলানোর রূপকথা দিয়ে
পথের পাঁচালি আর না।
জড়তার কল্পবিলাস
নিলামের ডাকে হারিয়ে যাওয়া
ব্যাগ ভর্তি কবিতার খাতায়,
দু’টি ভাঙা পেন্সিলের অবিশ্বাস্য জড়তায়,
দুর্ঘটনায় বেঁচে যাওয়া চোখের হতবিহ্বলতায়।
লাল সাদার আল্পনা, জল্পনা আর কল্পনায়
চিঠি, এসএমএস বা মিসকলের ঝুঁকিতে,
এক ডজন রঙপেন্সিলের
অকৃত্রিম আঁকিবুঁকিতে।
স্বপ্ন গড়া অথবা ভেঙ্গে যাওয়ার
উত্থান-পতন,
কিংবা জোয়ারভাটায়,
ভাসতে থাকা ডিঙ্গি নৌকাও আশায় বেঁচে থাকে,
নোঙরের গল্প নিয়ে যেন কেউ দাঁড়িয়ে আছে
সুগভীর নীল শান্ত পরিশ্রান্ত সমুদ্র তীরে।
আবার এসো ফিরে,
নিঃশব্দ পায়ে ধীরে ধীরে।