
জুঁই
বিরহের ছবি
তবু দুঃখগুলো চাপিয়ে রাখি মনের ভেতর
কাউকে বলি না তোমাকে হারানোর ব্যথা
খুব যতন করে লালন করি হৃদয় গভীরে।
যদি কেউ দেখে ফেলে এই ভয়ে—
লুকিয়ে থাকি নিজেই নিজের ভেতরে।
জুঁই, যদি কখনো তুমি অথবা প্রেম
আসে নতুন রূপে—
তবু তাদের আমি ফিরিয়ে দেব
চোখের জলে মনের অনলে।
তখন নিবিড়ে আঁকব বিরহের ছবি
অন্তস্থলে শিল্পের কাঁলিতে।
আর চোখের সামনে ডেকে নেব সমুদ্র,
চোখের জল পড়বে সেখানে অবধারিত।
পরাত্মী
জুঁই, তুমি রোজ ভোরে বাগানে গেলে,
ফুলেরা ঝরে পরে, মাটির বিছানায়।
তুমি
একটা
দুইটা করে
ফুল খুটো, ঝুরিতে রাখো সবিনয়ে।
ফুলেরা গন্ধ দেয়—
তুমি ভাবো ফুলেরা তোমার পূর্বজন্মের কেউ,
অথচ কিছুক্ষণ পর ফুলেরা নেতিয়ে পড়লে,
তুমি তাদের প্যারিসের পরাত্মী ভাবো।
বান্দা
ও জুঁই, আমি তোমার বান্দা
আমাকে হুকুম করো,
তোমার পায়ের সামনে সাজিয়ে দেই
ফুলের বাসর, পাখিদের মিছিল।
আমাকে কবুল করো তোমার দরবারে
তোমার আরশে স্থান দাও—
আমার সমস্ত ইবাদত রুকু তসবিহ তোমার নামে।
ও জুঁই, আমি তোমার বান্দা
তোমার প্রেম সত্ত্বা
আমাকে কবুল করো তোমার দরবারে
নয়তো বিরহের অনলে পুড়ে যাবো এই পৃথিবীতে।
আজাব
জুঁই, তোমার হাতের পরশে
নেতিয়ে পড়া ফুলেরা উষ্ণতায় উজ্জীবিত হয়।
ঠিক তেমনই
আমার জীবনের সমস্ত গুনাহ্!
ক্রমে ধুয়ে মুছে পবিত্র ইনসান গড় আমাকে।
তখন আমার মন আমার হৃদয়
অপবিত্রতার আজাব থেকে আজাদ পাবে।
আমার জন্য এটুকু কৃপা করো—জুঁই?