
আমার দুপুর ও অন্যান্য কবিতা
আমার দুপুর
১.
দুপুর আগন্তুকের মতো
সমস্ত দিনের মধ্যে আলাদা কেউ
আলোভরা দুপুরের গভীরে
লুকিয়ে থাকে তিমির অন্ধকার
আমি তার সন্ধান পেয়ে গেছি
২.
দুপুরের আলোরাঙা অন্ধকারে
সবাই যখন ঘুমিয়ে পড়ে
আমি আর আমার প্রেমিকা
ঘুরে বেড়াই অন্ধকারের রোদে
দুপুর আমাদের ঘর খুলে দেয়
দুপুরঘরে আমাদের প্রেম জমে ওঠে
৩.
দুপুরের অন্ধকারের খোঁজ
পেয়ে গেছি আমরা
আমরা হাটছি
কথা বলছি
বসে পড়ছি পার্কে
পার্লারে, কফি সপে
স্টেশনে
আমরা সর্বত্র ঘুরে বেড়াচ্ছি
অথচ কেউ
আমাদের দেখতে পাচ্ছে না
দুপুরের অন্ধকারের খোঁজ
পেয়ে গেছি আমরা
৪.
আমার খুব দুঃখ ছিল
পৃথিবীর কোনো কিছুই
আমার না!
কিন্তু এখন
আগন্তুক দুপুর
আমার আপন হয়ে গেছে
দুপুরের অন্ধকারগুলো
শুধুই আমার
রোদ লুকিয়ে সবাই
ঘুমিয়ে পড়লে
আমি দুপুরের সঙ্গে
ঘুরে বেড়াই
আমার মন খারাপ
মিউজিয়ামের মুখে দাঁড়িয়ে গল্প করি
ভেতরে সুলতানি মুদ্রায় নৃত্যের ছায়া
আত্মমেহনে কুমারী ভাস্কর্যের কাটা স্তন
আজ দুপুরবেলা আমার মন খারাপ
নীল জ্বরে থার্মোমিটার ভেঙে গেলে
পারদ গড়িয়ে পড়ে কামার্ত শরীরে
দুপুরের তপ্ত রোদে গরম হয়ে ওঠা কামান
থার্টি ডিগ্রি এংগেলে জেগে আছে
তাতে আমি জল ঢেলে চলে আসি
অথচ আমাদের মিউজিয়ামে
কোনো প্রাচীন শিবলিঙ্গ নেই!
টিপ বোতাম
সুখ এক টিপ বোতাম
তোমার কাছে অর্ধেক
আমার কাছে অর্ধেক
চলো দুই অংশে
টিপ দিয়ে
সুখের জামা পরে নিই