
অমিলের পথচলা
“অর্থ নয় বিত্ত নয় বিলাসিতাও নয়, জীবন হোক ভালোবাসা বিশ্বাস আর স্বস্তিময়”। অমন স্বপ্ন মনে ধারণ করেই ভালোবেসে সংসারের পথচলা শুরু হয় কৌশিকের। অর্ধযুগের জানাশোনা ভালোলাগার পথ পরিক্রমার পর হৃদি-কৌশিক বিয়ের জালে বাঁধা পড়ে। ভালোবাসার তরতাজা ঘোরে তরতরিয়ে কেটে যায় তিনশত পঁয়ষট্টি দিন বিস্তৃত প্রথম এক বছর। মত পার্থকের জোয়ারে ঢেউয়ের বিপরীতে সাঁতার কেটে চলতে থাকে মাঝে মধ্যে ছন্দ হারিয়ে ফেলা, তাল কেটে যাওয়া বেসুরো জীবন।
ছন্দহীনতার কারণ খুঁজে ফেরে মরিয়া কৌশিক। সুরতহাল রিপোর্টে বেরিয়ে পড়ে বৈপরিত্তের হুলোবিড়াল যার আঁচড়ে ক্ষত বিক্ষত তাদের ভালোবাসার কোমল স্বপ্ন। মানসিকতা, ভালোলাগা মন্দলাগা, চাওয়া পাওয়ার অমিল, ইগোর ফুঁসে ওঠা কেউটে সব মিলিয়ে অমিলের বিশাল বিস্তৃত তালিকা দৃশ্যমান হয়ে দাঁত কেলিয়ে হাসে। সংখ্যাগুরু অনাকাঙ্ক্ষিত অমিলের স্ফিতোদর তালিকা মিলাতে গিয়ে হিমসিম খায় দু’জন।
পোষাক-পরিচ্ছদ, সাজ-সজ্জার ক্ষেত্রে রুচির মিল প্রশংসনীয়। তেমনি অমিলে ভরা জীবনদর্শন।
কৌশিকের পছন্দ হাতের নাগালের সহজ সুন্দর অথচ রুচিশীল জীবনাচার। হৃদির চোখ উপরের আকাশে। কৌশিক সাধ সাধ্যের সমন্বয়ে বিশ্বাসী। সাধ পূরণে যে কোন মূল্যে অধরাকে ধরতে চায় হৃদি। ইগো এবং ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার বেলায় হৃদি একেবারেই অনড় যা সম্পর্কে ফাটল ধরায় যখন তখন। খাওয়া শোয়া শয্যাত্যাগ সবক্ষেত্রেই কৌশিক স্বাস্থসম্মত আচরণে বিশ্বাসী যার ধার ধারে না ইগোর নেশায় মত্ত উদ্ধত হৃদি।
জীবন থেমে থাকে না। নিয়মের আবর্তে এগিয়ে চলে জীবনের স্রোত, ভালোবাসার জায়গা নেয় তিক্ততায় ভরা দায়িত্বপালন নামের কুইনাইন সংসার।
কৌশিকের থিতিয়ে যাওয়া ভালোবাসার উষ্ণতা এভাবেই হৃদির ইগোজাত ঔদ্ধত্বকে ভাসিয়ে নিয়ে হাজারো অমিলের দুর্লঙ্ঘ পথচলাকে বাঁচিয়ে রাখে।