কতিপয় দাঁড়কাকের সুইসাইড নোট
আমরা ভেবেছিলাম- গল্পটি আমাদের। মধুর ক্যান্টিনের সামনে যে ভঙ্গিতে শরীফুল হাসান দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা, একটা সস্তা সিগারেটের ধোঁয়ায় নিজের ভাঙাচোরা মুখখানা ঢেকে দিতে দিতে যেভাবে সে মাথা নাড়তো, আর বলতো, হইলো না রে দোস্ত, হইলো না!- এ দৃশ্য…